আজকে শিবিরের তৃতীয় দিনে বেলপাহাড়ি MGNREGA সহায়তা কেন্দ্রে বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদা

১০০ দিনের কাজ সম্পর্কে মানুষের যাবতীয় সংশয়ের অবসান ঘটানোর লক্ষ্যে, বাংলার প্রতিটি ব্লকে, গ্রাম পঞ্চায়েতগুলিতে শুরু হয়েছে সহায়তা কেন্দ্র। ২৫ ফেব্রুয়ারি অবধি চলা আট দিন ব্যাপী এই শিবিরে, সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নাম নথিভুক্তকরণ এবং ফর্ম ফিলাপ করার পাশাপাশি, MGNREGA প্রকল্প নিয়ে মানুষের যে কোনও প্রশ্নেরও সমাধান করা হবে। আজকে শিবিরের তৃতীয় দিনে, বেলপাহাড়ি MGNREGA সহায়তা কেন্দ্রে উপচে পড়ল মানুষের ভিড়।সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টায় বিনপুর বিধানসভার বিধায়ক দেবনাথ হাঁসদার উপস্থিতিতে বেলপাহাড়ি ব্লকের ১০০ দিনের কাজের সহায়তা ক্যাম্পে I উপস্থিত ছিলেন রাজীব মাহাত বিধায়ক প্রতিনিধি ,বিনপুর বিধানসভা, বিমল মুর্মু সদস্য, বেলপাহাড়ি পঞ্চায়েত সমিতি|

news portal development company in india