‘আমি পদত্যাগ করব…’ সিএএ ইস্যুতে চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ গ্রহণের দাবি বিরোধী দলনেতার – News18 বাংলা

ভেঙ্কটেশ্বর লাহিড়ী, হাবড়া: নাগরিকত্ব সংশোধনী আইন লাগু নিয়ে শাসক-বিরোধী বা বলা ভাল তৃণমূল- বিজেপি শিবিরের মধ্যে জোর তরজা চলছেই। কয়েকদিন আগেই হাবড়ার মাটিতে দাঁড়িয়ে এক সভা থেকে সিএএ নিয়ে বিজেপিকে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই হাবড়া থেকেই পাল্টা সভা করে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন– দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার বৃষ্টি বাড়বে ! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

সিএএ ইস্যুতে এবার পদত্যাগ করার বড় চ্যালেঞ্জের কথা শোনা গেল শুভেন্দু অধিকারীর মুখে। গতকাল, মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দক্ষিণ হাবড়াতে বিজেপির বারাসত সাংগঠনিক জেলার ডাকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এক নির্বাচনী জনসভা থেকে সিএএ ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সুর চড়ান বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। সিএএ ইস্যুতে ভুল প্রচার করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলে দাবি করে শুভেন্দু অধিকারী হাবড়ার সভামঞ্চ থেকে মঙ্গলবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘‘যদি একজনেরও নাগরিকত্ব বাতিল হয় তাহলে আমি নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে পদত্যাগ করব। আর শাসক দলের পক্ষ থেকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যে অপপ্রচার চালানো হচ্ছে তা যদি প্রমাণ করতে না পারেন তাহলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।’’

আরও পড়ুন– আজ বসিরহাটে অভিষেক, সন্দেশখালি কাণ্ডের পরে এই প্রথম এখানে সভা তৃণমূল শীর্ষ নেতৃত্বের

সভা থেকে প্রকাশ্যে সিএএ-এর নির্দিষ্ট ফর্ম দেখিয়ে নাগরিকত্বের আবেদনের পরিপ্রেক্ষিতে সিএএ- এর নির্দিষ্ট আবেদন পত্র মারফত মতুয়া সম্প্রদায়ভুক্তদের আবেদন নিশ্চিন্তে করার কথাও এদিন বলেন শুভেন্দু অধিকারী। শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুরদের কথা উল্লেখ করে শুভেন্দু বলেন,’ ওঁরাও সিএএ তে নিজেদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করেছেন। এই আইন নাগরিকত্ব দেওয়ার আইন। কারও নাগরিকত্ব বাতিলের আইন নয়। কিন্তু মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করছেন।’

আরও পড়ুন– মিড প্রিমিয়াম সেগমেন্টে Galaxy A55 5G, Galaxy A35 5G লঞ্চ করল Samsung, কী কী ফিচার রয়েছে দেখুন

বলা বাহুল্য, লোকসভা ভোটের আগেই চালু হয়েছে সিএএ। কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করতেই মতুয়াদের একাংশের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। সিএএ। নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন তৈরি হয় ২০১৯ সালের ডিসেম্বরে। মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরে। আইন তৈরি হলেও তা এত বছরে চালু হয়নি। অবশেষে তা কার্যকর হল চব্বিশের লোকসভা ভোটের ঠিক আগে। আর হাবড়ার সভা থেকে মানুষজনকে শুভেন্দুর প্রশ্ন, আপনারা কি চান ফের উদ্বাস্তু হতে? তার পরে পরেই শুভেন্দু অধিকারী সিএএ- তে নাগরিকত্ব বাতিল প্রসঙ্গে তাঁর বিধায়ক পদ থেকে পদত্যাগ করার চ্যালেঞ্জের পাশাপাশি মুখ্যমন্ত্রীকেও সিএএ নিয়ে তাঁর চ্যালেঞ্জ গ্রহণ করার দাবি জানান বিরোধী দলনেতা।

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

news portal development company in india