Election commission selects Sanjay Mukherjee as new DG of West Bengal police – News18 বাংলা

কলকাতা: রাজ্য পুলিশের নতুন ডিজি হিসেবে সঞ্জয় মুখোপাধ্যায়ের নাম চূড়ান্ত করল নির্বাচন কমিশন৷ রাজ্য সরকারের পক্ষ থেকে যে তিন জন আইপিএস-এর নাম কমিশনের কাছে পাঠানো হয়েছিল, তাঁদের মধ্যে থেকেই সঞ্জয় মুখোপাধ্যায়কে বেছে নেওয়া হয়েছে৷

১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার সঞ্জয় মুখোপাধ্যায় দমকল বিভাগের ডিজি-র পদে ছিলেন৷ আজ বিকেল পাঁচটার মধ্যে তাঁকে ডিজি হিসেবে দায়িত্ব নিতে নির্দেশ দেওয়া হয়৷ সেই মতোই এ দিন বিকেল চারটের পরেই ডিজি হিসেবে দায়িত্ব বুঝে নেন সঞ্জয় মুখোপাধ্যায়৷

আরও পড়ুন:
বামদের সঙ্গে জোট করে কোন কোন আসনে লড়বে কংগ্রেস, প্রার্থী হতে পারেন কারা?

গতকালই রাজীব কুমারকে ডিজি-র পদ থেকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন৷ এর পর অন্তবর্তী ডিজি হিসেবে বিবেক সহায়কে ডিজি-র দায়িত্ব দেয় রাজ্য প্রশাসন৷

বিবেক সহায় ছাড়াও সঞ্জয় মুখোপাধ্যায় এবং রাজেশ কুমারের নাম পরবর্তী ডিজি হিসেবে নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব হিসেবে পাঠায় রাজ্য সরকার৷ তিন জনের মধ্যে থেকে সঞ্জয় মুখোপাধ্যায়কেই বেছে নেয় কমিশন৷ গতকালই কমিশন নির্দেশ দিয়েছিল, রাজীব কুমারকে নির্বাচন সংক্রান্ত কোনও কাজে ব্যবহার করা যাবে না৷ এর পরেই রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দফতরের সচিব হিসেবে দায়িত্ব দেয় রাজ্য প্রশাসন৷

নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।

Source link

news portal development company in india